Header Ads

বাড়ল মৃত্যু, শনাক্ত নামল ৫ শতাংশে


করোনাভাইরাসে শনাক্ত গতকাল শুক্রবারের তুলনায় আজ শনিবার কমেছে। তবে আজ বেড়েছে মৃত্যু। দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গতকাল ১৬ জনের মৃত্যু হয়। একই সময় নতুন করে আরও ৬৯২ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার গত ২৪ ঘণ্টায় ৫ শতাংশের একটু ওপরে। 


এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হলো ৭ হাজার ৭৫৬ জনের। শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২১ হাজার ৩৮২।


আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গতকাল শনাক্তের সংখ্যা ছিল ৭৮৫।


টানা ছয় দিন পর গত বৃহস্পতিবার নতুন রোগীর সংখ্যা হাজারের ওপরে ওঠে। অবশ্য গতকাল আবার তা হাজারের নিচে নেমে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত বুধবার ৯৭৮ জন, মঙ্গলবার ৯৯১, সোমবার ৯১০, রোববার ৮৩৫, শনিবার ৬৮৪ ও গত শুক্রবার ৯৯০ জন করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হন।


অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৯০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৮৫ জন।


গত ২৪ ঘণ্টায় যে ২২ জন মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ৫ জন।


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার।


শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপর চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপর ছিল।


এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল।


একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। এখন আবার তা কমে ৫ শতাংশে এসে ঠেকেছে।

Powered by Blogger.