Header Ads

এই প্রথম ১০ জিবি র‌্যামসহ স্মার্টফোন আনছে ভিভো

এই প্রথম ১০ জিবি র‍্যামসহ স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে চীনের ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ‘সিনা উইবো’র একটি রিপোর্টে বলা হয়, ভিভো এক্সপ্লে-৭-এ ১০ জিবি র‍্যাম থাকবে।
শক্তিশালী র‍্যাম ছাড়াও বিশাল ইনবিল্ট স্টোরেজ থাকবে ভিভোর নতুন স্মার্টফোনটিতে। ভিভো এক্সপ্লে-৭-এ থাকছে ২৫৬ এবং ৫১২ জিবি মেমোরি স্টোরেজের অপশন।
প্রযুক্তি বিপ্লবের হাত ধরে রোজই লাফিয়ে বাড়ছে ফোনের স্পেকস। আরও বড় স্ক্রিন, আরও বেশি মেগাপিক্সেল ক্যামেরা, আরও বেশি ইনবিল্ড স্টোরেজেও অবশ্যই চাই আরও বেশি র‌্যাম। তাই বলে ১০ জিবি। হ্যাঁ, ঠিক পড়েছেন, ১০ জিবি র‌্যামওয়ালা ফোন আনছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো।
সূত্রের খবর, ভিভো এক্স-প্লে ৭ নামে এই ফোনে থাকবে ১০ জিবি র‌্যাম, তেমনটা হলে এক্সপ্লে-৭-এ-ই হবে বিশ্বের প্রথম ১০ জিবি র‌্যামওয়ালা ফোন। তবে এসবের কিছুই নিজে মুখে স্বীকার করেনি ভিভো।
Powered by Blogger.