Header Ads

থাইল্যান্ডে নৌকাডুবি, ৩৩ জনের প্রাণহানি

থাইল্যান্ডে নৌকাডুবির ঘটনায় ৩৩ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ফুকেট দ্বীপে নিহতদের বেশিরভাগই চীনা পর্যটক। থাই কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 
জানা গেছে, নৌকাটি ১৬ ফুট উঁচু ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। এতে ৯৩ জন পর্যটক, ১১ জন ক্রু এবং একজন ট্যুর গাইড ছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছ, উপকূলের সাত কিলোমিটার দূরে নৌকাটি ডুবে যায়।নিখোঁজদের সন্ধানে শনিবার ভোর পাঁচটায় পুনরায় অভিযান শুরু হয়েছ।আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌ-পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। নৌকাটি সঠিকভাবে নিবন্ধিত ছিল। যাত্রার সময় ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়নি। 
Powered by Blogger.