Header Ads

কপিল দেবের স্ত্রী হচ্ছেন ক্যাটরিনা!

১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়কে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। অনেকটা বায়োপিক ধর্মী হলেও গুরুত্বপাবেন বিশ্বকাপজয়ী সব ক্রিকেটাররাই। আর এ ছবিতে বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কপিল দেবের স্ত্রী'র চরিত্রে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। 
সিনেমায় কপিল দেবের স্ত্রী রোমি দেবের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। ছবিটি পরিচালনা করবেন কবির খান। এর আগে কবির খান পরিচালিত ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’ এবং ‘ফ্যান্টম’ সিনেমায় অভিনয় করেছেন ক্যাটরিনা।
আর ছবিতে কিংবদন্তি অলরাউন্ডারের ভূমিকায় নায়ক হিসেবে অভিনয় করবেন রণবীর সিং। 
তবে ছবির প্রচারণায় জড়িত একজন জানান, ‘এখনও পরিচালক ছবির শীর্ষ অভিনেত্রীর নাম ঠিক করেননি। তবে বাকি দু’জনের নাম প্রায় চূড়ান্ত। একজন নতুন মুখ এবং অন্য একজনের নাম সাজেস্ট করেছেন রণবীর নিজেই।’
জানা গেছে, সিনেমাটি মোটেই কপিল দেবের বায়োপিক হবে না। ভারতের প্রথমবার বিশ্বকাপ জয়কেই গুরুত্ব দেয়া হবে ছবির গল্পে। 
কপিল দেবও জানান, ‘কোনোভাবেই এটা আমার জীবনীমূলক সিনেমা নয়। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় নিয়েই সিনেমা। সিনেমায় তার পাশাপাশি সুনীল গাভাস্কার, মোহিন্দর অমরনাথসহ অন্যান্য ক্রিকেটারদেরও গুরুত্ব দেয়া হবে।’
Powered by Blogger.