Header Ads

আসছে জুনেই বিয়ে করছেন সোনম!

আসছে জুন মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আর তাই আনন্দের বন্যা বইছে কাপুর পরিবারে। দারুণ সময় পার করছেন বাবা অনিল কাপুর। মেয়ের বিয়ে নিয়ে বেশ ফুরফুরে রয়েছেন তিনি। ওই পরিবারের ঘনিষ্ঠ সূত্রে এই তথ্য জানা গেছে।  সূত্র জানিয়েছে, সোনম ও তার প্রেমিক আনন্দ আহুজা চলতি বছরের জুন মাসেই তাদের বিয়ের ব্যাপারে সম্মত হয়েছেন। তার আগে অবশ্য এই জুটির বাগদান সম্পন্ন হবে। তবে এখনও সেই দিনক্ষণ ঠিক করা হয়নি। সময়মতো সব কিছু জানানো হবে। সূত্র আরও জানিয়েছে, প্রেমিক আনন্দকে নিয়ে সোনমের মনে কোন দ্বিধা নেই। কারণ সে সোনমের প্রতি খুব যত্নশীল। কিন্তু অন্য সব বাবার মতো অনিল কাপুরের মনে প্রথম দিকে মেয়ের প্রেমিককে নিয়ে দ্বিধা ছিল।  কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আনন্দের প্রতি অনিলের ধারনা পাল্টাতে শুরু করে। এখন অনিল ও তার স্ত্রী সুনীতা আনন্দকে তাদের পরিবারেরই একজন সদস্য মনে করেন। সোনমের ভাই হর্ষবর্ধনও আনন্দর সঙ্গ পছন্দ করে। সোনম আর আনন্দের বিয়ের আয়োজন নিয়ে এখন দুই পরিবারে আলোচনা চলছে। বিয়েটা এখন সময়ের শুধু ব্যাপার মাত্র।   
Powered by Blogger.