Header Ads

অনেক সন্তানের মা হতে চাই: প্রিয়াঙ্কা

বলিউড দিয়ে ক্যারিয়ার শুরু হলেও প্রিয়াঙ্কা চোপড়ার বেশির ভাগ সময় এখন কাটছে হলিউডে। মার্কিন ধারাবাহিক ‘কোয়ান্টিকো’সহ বেশ কয়েকটি হলিউড সিনেমায় অভিনয় করছেন সাবেক এই বিশ্বসুন্দরী। এ মুহূর্তে নিজের হলিউডে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত ‘জংলি বিল্লি’খ্যাত এ নায়িকা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছেন যে, তিনি অসংখ্য শিশুর মা হতে চান। এমন খবর প্রকাশিত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি তাহলে সংসার জীবন শুরু করতে যাচ্ছেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন সংসারী হওয়ায় আগ্রহের কথা। তবে কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, তা ঠিক করতে পারছেন না তিনি। ক্যারিয়ারের শুরুতে প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয় কুমার, শাহরুখ খান, শহীদ কপুরের, হারমান বাওয়েজার মতো তারকাদের নাম জুড়েছে। পরবর্তীতে ওই তারকার স্ত্রীদের কড়াকড়িতে তাদের অনেকের সঙ্গে একোথে অভিনয় করাও হয়ে গেছে বন্ধ। এরপর অবশ্য নতুন কারো সঙ্গে প্রেমের কথা শোনা যায়নি প্রিয়াঙ্কার। ইন্ডিয়া টুডে।


Powered by Blogger.