Header Ads

অভিনব উপায়ে প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রেমিকা!

কি উপায়ে সম্পর্ক ছিন্ন করেছিলেন সেই যুবতি? কেন সেই পোস্ট টি এত বেশি ভাইরাল?  কী এমন করলেন তিনি?চলুন পাঠক পড়েই জেনে নেয়া যাক। পোস্টটিতে যা লিখে ভাইরাল সেই যুবতী , সম্প্রতি তিনি জানতে পেরেছেন পাচ বছরের সম্পর্কে তিনি প্রতারিত হয়েছেন প্রেমিকের দ্বারা। এও জানতে পেরেছেন, তাঁর অনুপস্থিতিতে বাড়িতে ওই যুবক তাঁর প্রাক্তন প্রেমিকাকে নিয়ে আসেন। এমনকী তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়েছে নতুন করে। এরপরই তিনি সিদ্ধান্ত নেন প্রেমিককে উপযুক্ত শাস্তি দেওয়ার। দিন কয়েক আগে ওই যুবতী আগে থেকে না জানিয়েই প্রেমিকের বাড়িতে হাজির হন। নিশ্বঃব্দে বাড়িতে ঢুকে প্রেমিকের জন্য ব্রেকফাস্ট তৈরি করেন এবং কিচেনে তাঁর(প্রেমিকের) পছন্দের একটি ভিডিও গেমও রেখে আসেন। এরপরই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যান তিনি। অপেক্ষা করতে থাকেন নিজের গাড়িতে। কার্যত সেখানে বসেই প্রেমিকের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেন তিনি। সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ফোন ও অন্যান্য জায়গায় ওই যুবককে ব্লক করে দেন। এমনকী নিজের আত্মীয়দেরকেও জানিয়ে দেন কোনও ভাবে যেন তাঁর প্রেমিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না হয়। অবশেষে ওই শহর ছেড়ে অন্যত্র চাকরি নিয়ে চলে যান তিনি। বদলে দেন নিজের ফোন নম্বরটিও। সব ঘটনার কথা রেডিটে পোস্ট ওই যুবতী। তিনি লিখেন, ঝগড়া বা মারামারি করে সম্পর্ক ছিন্ন করতে চাইনি আমি।  তাই 'ঘোস্টিং'-এর পথই বেছে নিলাম(এই ধরনের কাজকে ইংরাজিতে ঘোস্টিং বলা হয়।)।কি আশ্চর্য তাই না?
Powered by Blogger.