Header Ads

তামাক সেবনে হতে পারে অন্ধত্ব

ধূমপান এবং অন্যান্য তামাক সেবনের কারণে চিরদিনের মতো দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারে। এমনটাই দাবি, এইম্‌সের চিকিৎসকদের। সম্প্রতি একটি গবেষণায় দেখা গিয়েছে যে ক্যানসার, শ্বাসকষ্টের মতো রোগের পাশাপাশি অন্ধত্বও হয় ধূমপান এবং তামাক সেবনের কারণে। এবং এই অন্ধত্বে সেরে ওঠার সম্ভাবনা নেই বললেই চলে। শুধু অন্ধত্বই নয়, তামাক থেকে চোখে পড়তে পারে ছানি। কারণ ধূমপান ও তামাকজাত বস্তু সেবন অপটিক নার্ভকে দুর্বল করে দেয়। চিকিৎসকরা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে যাঁরা তামাকজাত দ্রব্য সেবন করছেন, তাঁদের চোখে ছানি পড়ার আশঙ্কা অন্যদের থেকে বেশি। এইম্‌সের পরিসংখ্যান বলছে, সেখানে যত দৃষ্টিহীন রোগী আসেন, তাঁদের প্রায় ৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন তামাকের কারণে। এছাড়া চোখে সংক্রমণের জন্য সাধারণত স্টেরয়েড থাকা যে আইড্রপ দেওয়া হয়, তা দীর্ঘকাল ব্যবহার করলে গ্লুকোমা হতে পারে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘‌হু’‌–র তথ্য বলছে, বিশ্বের ২০ শতাংশ দৃষ্টিহীন মানুষ ভারতে বসবাস করেন।
Powered by Blogger.