Header Ads

কোচিং বাণিজ্য: ঢাকার ২৫ স্কুল শিক্ষক বদলি

কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর আট প্রতিষ্ঠানের ৯৭ জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুদক। এর মধ্যে ২৫ জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গতকাল সোমবার এক আদেশে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বদলি হওয়া শিক্ষকদের ২ ফেব্রুয়ারির মধ্যে তাদের পুরনো কর্মস্থল ছাড়তে হবে।     সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১২ জন, মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তিনজন, সরকারি ল্যাবরেটরি হাই স্কুলের আটজন এবং নিউ গভমেন্ট হাই স্কুল ও খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন করে শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়েছে।

Powered by Blogger.