Header Ads

কয়েক বছরের মধ্যেই বরফে ঢেকে যাবে বিশ্ব

কয়েক বছরের মধ্যেই পুরো বিশ্ব ‘মিনি আইস এজ’-এ পরিণত হয়ে যাবে। তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাবে। যা সাধারণ মানুষের সহ্যের বাইরে চলে যাবে। আর এই অস্বাভাবিক ঘটনাটিকে ‘মউন্ডার মিনিমাম’ নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। জানা গেছে, ২০২১ সাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে এ ব্যাপারে সানের ম্যাগনেটিক এনার্জির ম্যাথেমেটিক্যাল মডেল থিওরিতে নাসার বিজ্ঞানীরা বিস্তারিত আলোচনা করেছেন। ১৬৪৬ থেকে ১৭১৫ সাল অবধি এই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় লন্ডনের টেমস নদীও বরফে পরিণত হয়েছিল। বিজ্ঞানীরা জানাচ্ছেন, বায়ূমণ্ডলে ওজন স্তরের পরিবর্তনের ফলে তাপমাত্রার হেরফের হয় বিজ্ঞানীদের মতে, উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাবে। আল্পস, আলাস্কা এবং নরওয়ে পুরো বরফে ঢেকে যাবে। ১৬৪৬ থেকে ১৭১৫ সালে পৃথিবীর পরিস্থিতি ভয়াবহ হয়ে গিয়েছিল। গোটা পৃথিবী পুরু বরফে ঢেকে গিয়েছিল। সেই সময়ই আবারও ফিরে আসতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। ৩০০ বছর পর পর এই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানানো হয়েছে।

Powered by Blogger.